খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: আমাকে দেশরত্ন বলার দরকার নেই, বঙ্গবন্ধু কন্যা বললেই আমি খুশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী বৈঠকে তিনি এ কথা বলেন।
ওই সভায় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের দলীয় সভাপতি শেখ হাসিনাকে অফিসিয়ালি ‘দেশরত্ন হিসেবে আখ্যায়িত করার প্রস্তাব করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাকে রত্ন টত্ন বলার দরকার নাই, বঙ্গবন্ধু কন্যা বললেই আমি খুশি।