Tue. Aug 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: অনেক দিন হলো ম্যাচে হ্যাটট্রিক পান না লিওনেল মেসি। শনিবার সেই খরা ঘুচলো। প্রায় দশ মাস পর হ্যাটট্রিক করলেন এই ফুটবল যাদুকর। সোমবার দেয়া হবে ব্যালন ডি’অরের এবারের পুরস্কার। তার আগেই যেন মেসি জানান দিলেন, পুরস্কারটি তারই প্রাপ্য। নেইমারও এদিন একটি গোল করলেন। আর নিজেদের মাঠ ক্যাম্প নুতে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা। সেই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কাতালানরা।
গেলো লিগ ম্যাচে এসপানিওলের সাথে ড্র করেছিল বার্সেলোনা। সেই হতাশা থেকে বের হয়ে এসেছিল কোপা দেল রের উত্তেজনাকর ম্যাচে এসপানিওলকে হারিয়ে। আর লিগে তাদের ধারবাহিকতা ঠিক রাখলো বার্সেলোনা। গ্রানাদাকে মাথা উচু করতে দেয়নি তারা।
আদ্রা তুরান বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন। একই অবস্থা ছিল আলিক্স ভিদালেরও। লা লিগা অভিষেক হলো তাদের। তুরান মুগ্ধ করলেন। শুরুতেই একটি অ্যাসিস্ট করেছেন। মেসির হ্যাটট্রিক গোলেও ছিল তার ভূমিকা।
শেষ ম্যাচে গ্রানাদা হারিয়েছে সেভিয়াকে। কিন্তু লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শুরু থেকেই চাপে থাকে তারা। ৮ মিনিটেই মেসি পেয়ে যান প্রথম গোল। লুই সুয়ারেস তুরানের সামনে ডামি করেছিলেন। আর এই তুর্কি খেলোয়াড় ক্রস করে মেসির গোলের সুযোগ তৈরি করে দেন। গোল করতে সমস্যা হয়নি মেসির।
এর ছয় মিনিট পরই বার্সা ফরোয়ার্ড মেসি দ্বিতীয়বার জালে বল জড়ান। নেইমার-সুয়ারেস কম্বিনেশনে বল চয়ে যায় মেসির কাছে। গ্রানাদা গোলকিপার আন্দ্রেস ফার্নান্দেজকে বোকা বানিয়েছেন মেসি।
বার্সেলোনার শ্রেষ্ঠত্ব চলতে থাকে। সুয়ারেস ও নেইমার হুমকি হয়ে দেখা দেন ফার্নান্দেজের সামনে। কিন্তু সুযোগ মিস হয় তাদের। ৩১ মিনিটে ভিদালের কাছ থেকে বল পেয়ে মেসি হ্যাটট্রিকের চেষ্টা করেছিলেন। হয়নি। গ্রানাদা ডিফেন্ডার দোরিয়া মেসির ট্রেবলে বাধা হয়েছেন একবার। আর নেইমারের শট বিরতির তিন মিনিট আগে জালের বাইরে লেগেছে।
বার্সা গোলকিপার ক্লদিও ব্রাভোকেও পরীক্ষা দিতে হয়েছে। ডেভিড লম্বান্সের ফ্রি কিকের বল ঠেকিয়েছেন। দ্বিতীয়ার্ধে আরেকটু ভালো শুরু হয়েছে গ্রানাদার। কিন্তু মেসির দিনে তারা আর কতক্ষণ প্রতিরোধ গড়বে? ৫৮ মিনিটে ম্যাচবল নিশ্চিত করেন মেসি। আরেকবার ডামি দেখা গেল। এবার তুরান বলটাকে বাঁ পাশে নেইমারের কাছে যেতে দিলেন। এই ব্রাজিলিয়ানের শট গোলপোস্টের দিকে উড়ে যায়। মেসি শুধু গোলের আনুষ্ঠানিকতা শেষ করেন। সেই সাথে মাতেন হ্যাটট্রিকের উৎসবে।
গ্রানাদা অধিনায়ক রুবেন রোচিনার একটি শট এরপর ঠেকিয়েছেন ব্রাভো। তবে গ্রানাদা সেভাবে হুমকি দিতে পারেনি। উল্টো ৮৩ মিনিটে চতুর্থবারের মতো বল জড়ায় তাদের জালে। গোলমুখে বল পাঠিয়েছিলেন সুয়ারেস। নেইমার ম্যাচে নিজের একমাত্র গোল করে জয়ের ব্যবধানটা বাড়ান।

অন্যরকম