খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফরেন একাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্ট এক্ট (ঋঅঞঈঅ) কমপ্লায়েন্স ফর বিএফসিও’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ৯ জানুয়ারি, ২০১৬ শনিবার ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, গ্রাহকের সঠিক তথ্য সংগ্রহ করা একজন ব্যাংকারের নৈতিক দায়িত্ব। তিনি ফরেন একাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্ট এক্স সম্পর্কে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের নির্দেশাবলী সম্পর্কে সকলকে আরও সজাগ ও সচেষ্ট হতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, একটি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনে বদ্ধপরিকর। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।