
রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলের মৃত্যুর একদিন পর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি সড়ক দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত বলেন, বছরে ৬ হাজারের ওপরে লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। এক বঙ্গবন্ধু সেতুর কাছেই সাতজন মারা যাওয়ায় দেশবাসী উদ্বিগ্ন, সাথে আমরাও উদ্বিগ্ন। রাজপথের যাত্রা নির্বিঘ্ন করতে হবে।
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রের মৃত্যুর দিনই যাত্রী কল্যাণ সমিতি এক পরিসংখ্যান প্রকাশ করে যাতে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার জন মারা গেছেন।
রবিবার এই নেতার উদ্বেগ প্রকাশের মধ্যেই রাজশাহীতে বাসচাপায় প্রাণ হারান বিএনপির সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী।