Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ১১০টি আবেদন প্রক্রিয়াধীন আছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। কয়েক দিন আগে ছয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন। এখন দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ৮৯টি।
অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকায় দুটি ও চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে রয়েছে। অনুমোদন দেওয়া ফাইলের সারসংক্ষেপে দেখা গেছে, ঢাকায় অনুমোদন পেয়েছে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার।
এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জামিল হাবিব। এর ঠিকানা-এফ/১৫, প্রগতি সরণি, বাড্ডা, গুলশান, ঢাকা। ঢাকার ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকায় স্থাপিত হবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে চৌধুরী নাফিজ সরাফতের নাম রয়েছে। মানিকগঞ্জের ৭৩/৩ নারাঙ্গাই এলাকায় অনুমোদন পেয়েছে এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যৌথভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন মো. শামসুর রহমান ও ইসহাক আলী খান পান্না। খুলনায় অনুমোদন পেয়েছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আনছার আলী। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে কুষ্টিয়ার ডি-১৬৯, হাউজিং এস্টেটে। এর উদ্যোক্তা হিসেবে ড. মোহাম্মদ জহুরুল ইসলামের নাম রয়েছে। চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি অনুমোদন দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মুহাম্মদ ওসমান। এ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা লেখা হয়েছে চট্টগ্রামের চান্দাগাঁওয়ের ব্লক ‘বি’র ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ি।