খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতি তার জোটের মিত্রদের বিভ্রান্ত করেছে। তিনি বলেন, শুধু তার শরীকরা কেন, বিএনপির নেতা কর্মীরাও বেগম খালেদা জিয়ার সঙ্গ ত্যাগ করে সঠিক গণতন্ত্র চর্চায় ফিরে আসবেন।
তথ্যমন্ত্রী আজ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা খেলাধুলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।
হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতির শিকার হওয়ার চেয়ে বরং তাঁরা তার পক্ষ ত্যাগ করাকে মর্যাদাপূর্ণ মনে করছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মহিমা এবং নেত্রীত্বের কথা স্বীকার করে নিন এবং তাঁকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে স্বীকৃতি দিন।
সেটার মধ্য দিয়ে খালেদা জিয়া এবং বিএনপির বন্ধুরা ইতিহাস বিকৃতি বন্ধ করে সঠিক ইতিহাস চর্চ্চা করবেন। তথ্যমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করছেন, তারা সব সময় মিথ্যাচার করেন।