খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ষষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (স্যাকোসান) আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপি এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতি ও পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা এবং জীবনমান বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ১১-১৩ জানুয়ারি তিন দিনব্যাপি আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘বেটার স্যানিটেশন, বেটার লাইফ’ শ্লোগান নিয়ে বাংলাদেশ এবছর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। স্যানিটেশনের ওপর তথ্য ও মতামত আদান-প্রদানের লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগে সাধারণত পর্যায়ক্রমে সদস্য দেশগুলো দুই বছর পরপর এই সম্মেলন আয়োজন করে। বাংলাদেশ প্রথম ২০০৩ সালে সম্মেলনটির আয়োজন করে। পর্যায়ক্রমে দ্বিতীয় বারের মত এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। স্যাকোসান এর মূল লক্ষ্য স্যানিটেশনের ওপর আঞ্চলিক এজেন্ডা তৈরি এবং পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন।
এই অঞ্চলে স্যানিটেশেন ব্যবস্থা উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা তৈরির উদ্দেশ্যে স্যাকোসান-এর আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে রয়েছে প্লেনারি সেশন, সাইড ইভেন্ট ও প্রর্দশনী। আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ওয়ালি উল্লাহ ও স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়াও সার্কের আটটি দেশের প্রধান প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন; আফগানিস্তানের মিনিস্ট্রি অব রুরাল রিহ্যাবিলিটেশন এ্যান্ড ডেভেলপমেন্ট এর রুয়াটশিপের নির্বাহি পরিচালক প্রকৌশলী গোলাম কাদের, ভুটানের জনস্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী রিনচেন ওয়াংদি, ভারতের এমডিডব্লিওএস-এর উপ-উপদেষ্টা বালাসুব্রমানিয়াম গোবিন্দসামি, মালদ্বীপের এমইই’র পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের পরিচালক মোহাম্মদ মোস্তফা, নেপালের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন মন্ত্রণালয় (এমডব্লিওএসএস)’র পানি ও পরিবেশ বিভাগের যুগ্ম সচিব রাজন রাজ পান্ডে, শ্রীলঙ্কার জাতীয় পানি সরবরাহ ও নিষ্কাশন বোর্ডের মহাব্যবস্থাপক বি.ডব্লিও রনজিথ বালসুরিয়া এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের ডব্লিওএস-১-এর উপসচিব খাইরুল ইসলাম।