খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হবে আজ সোমবার বিকালে। রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হওয়ায় আজ এ সমাবেশ করছে আওয়ামী লীগ।
সোমবারের জনসভা সফল করার জন্য রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শন করেছেন দলের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে দলের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ছিলেন।
এ সময় জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে হানিফ বলেন, “অতীতের মতো আওয়ামী লীগ সব সময়ই সুসংগঠিত। মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগ দেশের আপামর জনগণের প্রাণের দল।”
“আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে প্রমাণ হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সুসংগঠিত ও দলের প্রতি দেশের মানুষের আস্থা আছে।
এই জনসভাকে কেন্দ্র কওে কয়েক দিন ধরেই বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠন, ঢাকার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের তৃণমূলের নেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলের দায়িত্বশীল শীর্ষ নেতারা।