Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট-ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধান হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে টসে জিতে প্রথমে ওয়েস্ট-ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলকে ব্যাটিংয়ে পাঠায় জুনিয়র টাইগার অধিনায়িক মেহেদি হাসান মিরাজ।
দেখে-শুনেই শুরু করে ক্যারিবিয়রা। ১৮ ওভারে ৩ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল ওয়েস্ট-ইন্ডিজ। এরপরই শুরু হয় ছন্দ-পতন। বাংলাদেশের স্পিন তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট-ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট-ইন্ডিজের স্টিওয়ার্ট সর্বোচ্চ ৩১ রান করে। এ ছাড়া ওপেনার পোপ ৩০ রান করে।
বাংলাদেশের সালেহ আহমেদ শাওন ২৪ রানে ৪ উইকেট নেন। সাঈস সরকার ৯ ও সঞ্জিত সাহা ১৪ রানে ২ উইকেট নেন।
১১৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩ রানে আউট হয় পিনাক। জয়রাজ শেখরও ১৮ রান করে আউট হয়ে যান। এরপর ওপেনার সাইফ এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর দিয়েই ২৯.৩ ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় মিরাজের দল। সাইফ ৩৯ ও শান্ত সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন।