
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ইন্দিরা গান্ধী তার বাহিনীকে নিয়ে গেছেন। পৃথিবীর কোন দেশে এমন ইতিহাস নেই যে, মিত্র বাহিনী এভাবে চলে যায় না। এটা একমাত্র বঙ্গবন্ধুর কারণেই সম্ভব হয়েছে।
শেখ হাসিনা বলেন, ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা এলো। তিনি একটা যুদ্ধ বিধস্ত দেশ গড়েছেন। বঙ্গবন্ধুর একমাত্র স্বপ্ন ছিলো একটি দরিদ্রমুক্ত দেশ গড়ার। মাত্র ১০ মাসের মধ্যে তিনি একটি সংবিধান উপহার দিয়েছেন। যে সংবিধান দেশের মানুষকে অধিকার দিয়েছে। কিন্তু ৭৫ এর ১৫ই আগস্টের পর থেকে সংবিধান লঙ্ঘনের মহোৎসব হয়েছে বহুবার। জনসভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।