Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, সোমবার, ১১জানুয়ারি ২০১৬: ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলার মানুষের জন্য তিনি আপন মাটিতে ফিরে এসেছিলেন। ওই দিনটিতে জনসভা করিনি কারণ বিশ্ব ইজতেমা ছিল। আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করে সোনার বাংলা গড়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।
বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল, সেই সময় চরম আঘাত আনা হয়। ‘৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বেলা সোয়া ৩টার দিকে শেখ হাসিনা জনসভায় উপস্থিত হলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানানো হয়। সমাবেশ উপলক্ষে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের হাজারো নেতাকর্মী এ সমাবেশে হাজির হয়েছেন। মঞ্চে হাজির উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।