Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: অষ্টম বেতন কাঠামোয় বৈষম্য নিরসনের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন প্রশাসন ও পুলিশ ক্যাডার ছাড়া অন্য সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা। বেতন কাঠামোর নিয়ে অসন্তুষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরুর দিন সোমবারই সরকারি কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন।
কালো ব্যাজ ধারণ করে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব সরকারি অফিসে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন বলে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য স ম গোলাম কিবরিয়া জানিয়েছেন। অন্যদিকে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদের ব্যানারে একই সময়ে কর্মবিরতিতে ছিলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তারা।
বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদের সভাপতি মো. শফিউল আজম জানান, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের সাড়ে তিন লাখ নন-ক্যাডার কর্মকর্তা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। তিনি বলেন, অষ্টম বেতন কাঠামোয় টাইমস্কেল ও সিলেকশনগ্রেড বহাল, প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের একই গ্রেডে বেতন, চাকরি জীবনে নন-ক্যাডার কর্মকর্তাদের চারটি উচ্চতর বেতনধাপ পরিবর্তনের সুযোগ, ইউএনওদের কর্তৃত্ব ক্ষমতা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ বাতিল এবং নিজস্ব সার্ভিস ও বিভাগ ছাড়া সব প্রেষণ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
অন্যদিকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণির চাকুরিতে যোগদানে ক্যাডার নন-ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, ইউএনও-কে দেওয়া কর্তৃত্ব আদেশ বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে আছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি এবং সরকারি কর্মকর্তা পরিষদ প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে।