Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :সারোগেসি শব্দের সাথে আমরা কম-বেশি পরিচিত। যখন কোন নারী সন্তান জন্মদানে অক্ষম হয়, তখন তার জন্য পৃথিবী যেন শেষ হয়ে যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিজ্ঞানীরা একটি উপায় বের করেছেন। যা হল, একজন দম্পতির সন্তান অন্য কোন নারীর মাধ্যমে জন্ম দেয়া।
এবার সেই কাজটি করলেন একজন মা। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪ বছর বয়সী ট্রাসি থম্পসন তার মেয়ের সন্তানকে নিজ গর্ভে পালন করলেন। তার মেয়ে ২৮ বছর বয়সী ক্যালে তিনবার গর্ভপাতের শিকার হয়েছেন। তার স্বামী ৩৩ বছর বয়সী আরন কিসাক গত তিন বছর ধরে চেষ্টা করার পর এই পর্যন্ত তিনবার তাদের অনাগত শিশুর মৃত্যুতে কষ্ট পেয়েছেন। সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল, ২০১৪ সালের বড়দিন। সেদিন ক্যালে তৃতীয়বারের মত গর্ভপাতের শিকার হন।
এই দম্পতি একাধিকবার বন্ধ্যাত্ব চিকিৎসার চেষ্টা করা সত্ত্বেও কোন কাজ হয় নি। টেক্সাসের প্লানো মেডিক্যাল সেন্টারে তাদের চিকিৎসা করানো হয়। সেখানে ক্যালের মা ট্রাসি থম্পসনকে সারোগেট মা হবার জন্য বারবার অনুরোধ করেন।
ক্যালি বলেন, ‘আমার আদরণীয় মা আমাকে আমার জীবনের সবচেয়ে সেরা উপহার দিয়েছেন।’ ক্যালি যখন কিশোরী ছিলেন তখন তিনি তার মাকে বলতেন, ‘আমি যদি কখনও সন্তান জন্মদানে অক্ষম হই, তখন আমার সন্তান তুমি জন্ম দিবে?’ থম্পসন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।
তখন ক্যালিকে তিনি উত্তর দিয়েছিলেন, সে অবশ্যই তা করবে, কিন্তু তিনি স্বপ্নেও কল্পনা করেনি এমনটি হবে। থম্পসন ২০১৫ সালের এপ্রিল মাসে গর্ভধারণ করেন এবং ২০১৬ সালের জানুয়ারী মাসের ৬ তারিখে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মদান করেন।