Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

satrosm_842435732খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: ঢাকা মহানগর আগামী ১৪_১৫ জানুয়ারি সংগঠনটির ৩৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শিক্ষার অধিকার আদায়ে ছাত্র ছাত্রিদের স্বার্থ রক্ষার দাবিতে বাংলাদেশ্ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সমাবেশ করবে।সমাবেশে বাংলাদেশ্ ছাত্র ইউনিয়নের সভাপতি গনজাগরন মঞ্চের নেত্রী লাকী আক্তার,কমরেড শাহাদাৎ হোসেন,আখত্তার হোসেন প্রমুখ উপস্থিত থাকবেন।

১৫ তারিখ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম।পরে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে এবং কাউন্সিলরদের বিনোদনের জন্য সাংস্কিতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।