Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। আজ সোমবার সুইড উপদেষ্টা কমিটির সাথে সুইড জাতীয় নির্বাহী কমিটির মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ইস্কাটন গার্ডেনে সুইড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন সুইড বাংলাদেশের উপদেষ্টা কমিটির সদস্য কবি কাজী রোজী, আবুল কালাম মোহম্মদ আহসানুল হক ডিউক চৌধুরী, এ কে এম জি মোস্তফা, জওয়াহেরুল ইসলাম মামুন, দেবপ্রিয় বড়ুয়া, আসমা জেরিন ঝুমু। সভাপতির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, শুধু বিত্ত থাকলেই মানুষের কল্যাণে এগিয়ে আসা যায় না। মানুষের সেবা করতে হলে অনেক বড় চিত্তের অধিকারী হতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল চিত্তের অধিকারী একজন মহানুভব ব্যক্তি। তাঁর সুযোগ্য কন্যা ও দৌহিত্রও হয়েছেন বড় মনের মানুষ। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে আত্মনিয়োগ করে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে একজন যোগ্য প্রধানন্ত্রী, মমতাময়ী মা ও স্নেহময়ী বোন। প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন তিনি। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীতা মানব বৈচিত্র্যের একটি অংশ। প্রতিবন্ধী মানুষদের প্রতি অবজ্ঞা বা অবহেলা করার সময় শেষ হয়েছে। তাঁদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।