Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেছেন, ‘জামায়াতের নেতাদের কাছে গিয়ে বারবার ধরনা দিয়ে বলেছিলাম, আমরা জনগণের পক্ষে কথা বলি কিন্তু সেদিন তারা আমাকে বলেছে আপনারদের মন্ত্রীরা চুরি করেছে আমরা যাব কেন।’
আজ সোমবার ঢাকা রির্পোটার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে ১/১১ ষড়যন্ত্র ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ১/১১ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতা ফোরাম’ এই আলোচনা সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, এক এগারো সময় বিএনপির এমন কোন সিনিয়র নেতা নাই যার কাছে আমি না গেছি। তাদেরকে বলেছিলাম আসুন আমরা দল ও জনগণের পক্ষে কথা বলি। কিন্তু তারা সেদিন বললেন, না আমরা যাবো না। প্রত্যেকটি স্ট্যাডিং কমিটির মেম্বরের কাছে গিয়েছি। কিন্তু সেদিন আমার সঙ্গে দলের কোনো মন্ত্রী বা স্ট্যাডিং কমিটির কাউকে পাইনি। আওয়ামী লীগের তৎকালিন সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের কাছেও গিয়েছিলাম। যোগ করেন হান্নান শাহ।
এক এগারো ঘটনার সঙ্গে এরশাদ জড়িত ছিলেন এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ অন্যতম ভুমিকা পালন করেন। সেদিন তার বাড়িতে বসেই কয়েক দফা বৈঠক হয়েছে। সেখানে বিদেশী শক্তির সহায়তায় তিনি এই কাজটি করেছিলেন।