খোলা বাজার২৪,সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: দৈত্যকুলে প্রহ্লাদ’ কথাটা আমরা ইতিহাসেই পড়েছি। কিন্তু, বাস্তবে এমন ঘটনার সচরাচর দেখা মেলা ভার। কিন্তু, হয়েছে সেরকমটাই। ২০০২ সালে ভারতে সংসদ হামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আফজাল গুরুর ছেলে মাধ্যমিকে সাফল্যের নজির সৃষ্টি করল। আর এই ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষুদে পড়ুয়াকে ঘিরে প্রশংসার ঢেউ উঠেছে।
গালিব গুরু। মাত্র ষোলোতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু, বাবার মতো কুখ্যাত হয়ে নয়। বরং পড়াশোনায় নিজের দক্ষতার পরিচয় দিয়ে জম্মু ও কাশ্মীরের স্কুল বোর্ড পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছে সে। মোট ৫০০ নম্বরের মধ্যে গালিবের প্রাপ্তি ৪৭৪। অ১ গ্রেড। বিদ্বজ্জন মহলের একাংশ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তারিফের বন্যায় তাকে ভাসিয়ে দিয়েছে।
খুব বেশিদিন আগের কথা নয়। সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজ়ল গুরুর ফাঁসি হয়ে যায় ২০১৩ সালের ৯ ফেব্র“য়ারি। তারপর থেকেই কঠিন অর্থকষ্টের মধ্যে পড়তে হয় গালিবকে। দিনযাপনের কঠিন লড়াইয়ের মধ্যে পুলওয়ামা জেলার অবন্তীপুরার এই ক্ষুদে পড়ুয়ার সাফল্য আশার আলো দেখাচ্ছে অনেককেই।