Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: শুক্রবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে লক্ষ্য রেখে ইতোমধ্যেই কঠোর অনুশীলনে নেমেছে টাইগাররা। ওয়ানডেতে বিশ্বব্যাপি সুনাম অর্জন করলেও টি-টোয়েন্টি সংস্করণে এখনও ধুঁকছে বাংলাদেশ। তবে ক্রিকেটের এই সংক্ষিপ্তধারার ক্রিকেটে বাংলাদেশের উন্নতির দারুণ সুযোগ দেখছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। নিয়মিত খেলতে থাকলে একসময় এই সংস্করণেও ভালো খেলবে বলে বিশ্বাস করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব বলেন, ‘সব সংস্করণেই আমরা নিয়মিত খেলতে চাই। টি-টোয়েন্টি আমরা অনেক কম খেলি, আগামী ৩-৪ মাস এই সংস্করণেই বেশি ম্যাচ খেলবো, তাই এতে উন্নতির অনেক বড় সুযোগ পাবো। খেলতে থাকাটাই গুরুত্বপূর্ণ। দলের সবার এই সংস্করণে অভিজ্ঞতাও বেশি নেই, ঘরোয়া টি-টোয়েন্টির বা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কিছুটা পেয়েছে।’
ধুম-ধাড়াক্কা ক্রিকেটের এই সংস্করণে বড় স্কোরের চেয়ে জয়টাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সাকিব। তার মতে ২০০ করে হারার চেয়ে ১৫০ রান করে জেতাই ভালো। এই প্রসঙ্গে বলেন, ‘জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জিততে থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। চেষ্টা থাকবে জেতার পাশাপাশি উন্নতি করতে থাকা। কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। এই সিরিজটা আমাদের সুযোগ দলীয় ভাবে এবং ব্যক্তিগত ভাবে পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।