খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: তাকে বলা হয় সবথেকে আবেদনময়ী নারী রেফারি। এ পেশায় আসার আগে তিনি ছিলেন একজন মডেল। ৩৩ বছরের এই মডেল রেফারির নাম ক্লদিয়া রোমানি। ইতালির ফুটবল লিগ ইতালিয়ান সিরি আ ও সিরি বি’তে অনুমোদনপ্রাপ্ত পেশাদার রেফারি তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লদিয়ার সেলফি আর বিকিনি পরা ছবি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এক বছরেরও কম সময়ের মধ্যে সাবেক এই মডেলের অনুসারী ৬০ হাজার থেকে প্রায় তিন গুণ বেড়ে ১ লাখ ৭৫-এ গিয়ে ঠেকেছে। ক্লদিয়া মূলত সার্বিয়ার নাগরিক। ফুটবল পরিচালনায় তার আসার লক্ষ্যই ছিল বিশ্বের সবথেকে আকর্ষণীয় রেফারি হওয়া। ইতিমধ্যে তার অনুসারীরা আর গণমাধ্যম তাকে এ তকমা দিয়ে ফেলেছে। খোলামেলা ছবি দেয়া তো আছেই।
এবারে তিনি এসি মিলানের জার্সি গায়ে খোলামেলা ছবি দিয়ে অনেক ফুটবল সমর্থকের তোপের মুখে পড়েছেন। একটি দুটি নয়, নানা ভঙ্গি আর পোজে কয়েকটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। এ নিয়ে সমর্থকরা তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনছেন। প্রশ্ন তুলছেন, এসি মিলানের প্রতি তার পছন্দ মাঠে খেলা পরিচালনায় প্রভাব ফেলতে পারে।
ক্লদিয়া অবশ্য আনন্দভরেই স্বীকার করেছেন যে, তিনি মিলানকে সমর্থন করেন। দলটির কিংবদন্তী খেলোয়াড় ফিলিপ্পো ইনজাগির সঙ্গে তার রোমান্স পর্বও ছিল কিছুদিন।