Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: গল্প নয় সত্যি। মদ্যপান করলেই বিনামূল্যেই আপনি পেয়ে যেতে পারেন একফালি জমি। সম্প্রতি এমন লোভনীয় অফারের কথাই ঘোষণা করেছে লাফ্রয়েগ নামে স্কটল্যান্ডের একটি হুইস্কি প্রস্তুতকারক সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা ধরে রাখার জন্যই এমন অভিনব পন্থা। এই অফার অনুযায়ী, কোনও ক্রেতা যদি লাফ্রয়েগ ব্র্যান্ডের হুইস্কি কেনেন, তবে তাঁকে বোতলের পিছনে লেখা একটি বারকোড সংস্থার ওয়েবসাইটে মেইল করে পাঠাতে হবে।
তা সফলভাবে করতে পারলেই কেল্লাফতে। আপনার হাতে বিনামূল্যে ১ বর্গফুট জমি তুলে দেওয়া হবে। সেখানে আপনাকে নিজের দেশের একটা ছোট্ট পতাকা পুঁতে আসতে হবে। তাহলেই জমিটা আপনার হয়ে যাবে। আর এভাবেই গড়ে তোলা হচ্ছে ‘ফ্রেন্ডস অফ লাফ্রয়েগ।’ অর্থাৎ, সারা বিশ্বের মানুষ এক জায়গায় এসে জড়ো হচ্ছেন। তবে, এরজন্য বছরে এক ড্রাম করে হুইস্কি কিনতেই হবে, যা ওই জমির কর হিসাবে ধার্য করা হবে। কথায় আছে, মদ যত পুরোনো হয়, তত নাকি তার দাম বেড়ে যায়। এক্ষেত্রেও সেভাবেই মূল্য ধার্য করা হয়েছে।
জানা গেছে, মোটামুটি ১০ বছরের পুরোনো মদ হলে, ভারতীয় মুদ্রায় দাম পড়বে ৩, ৩৪৪ টাকা (প্রায়)। ১৮ বছর হলে তার দাম দাঁড়াবে ৬,৬৮৮ টাকা। আর, এটাই যদি ২৫ বছরের পুরোনো হয়, সেক্ষেত্রে দামটা ২৬,৭৫৫ টাকা স্পর্শ করবে। ‘মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ।’ এবার উন্নাসিকদের বিরুদ্ধে, পানাসক্তরা এই দাবি হয়তো তুলতেই পারেন! হাতে তো, একফালি জমি পেয়ে যাচ্ছেন।