খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: শুধু একটা প্যারিস হামলা নয়। লক্ষ্য একইরকম, একাধিক। তার জন্য তৈরি রাখতে হবে ভবিষ্যতের একঝাঁক ‘প্রতিভাবান’ জঙ্গি। আর এই উদ্দেশ্যেই এবার নতুন পদক্ষেপ আইএস-এর। পাশ্চাত্যের শিক্ষাণবীশ জঙ্গিদের জন্য নতুন উপদেশনামা প্রকাশ করল আইএস। প্যারিসের মতো ব্রিটেনেও বিষনজর রয়েছে আইএস-এর। তারজন্য ওই দেশ থেকেই ভবিষ্যতের জঙ্গি বেছে নিচ্ছে ধিক্কৃত এই জঙ্গি সংগঠন। ৫৮ পাতার এক উপদেশনামায় তাদের জন্যই রয়েছে একগুচ্ছ নির্দেশ। বলা হয়েছে, দাড়ি রাখার দরকার নেই। কামিয়ে নাও।
গলায় পড়ো ক্রশ চেন। এমনকী মসজিদেও যাওয়ার দরকার নেই। কারণ, যত সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকবে, ততই হামলা চালানো সহজ হবে। পাব, নাইট ক্লাবে যাও। সেখানে প্রচণ্ড কানফাটা আওয়াজেই জেহাদ নিয়ে আলোচনা করো, হোমওয়ার্ক করো। কারণ, আলাদা করে কল রেকর্ড করারও দরকার পড়বে না তাতে। আরবি না জানলেও ক্ষতি নেই, ইংরেজিতেই কথা বলা যেতে পারে। আর উপদেশনামাও তো তাদের মতোই ‘নব্য সাহেবি জেহাদি’দের জন্যই।