খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে যেখানে দেখা যাচ্ছে বালুময় একটি নদী প্রবাহিত হচ্ছে। যেখানে পাশেই একজন লোক বসে বালুর গতিধারা দেখাচ্ছে।
এটিকে প্রকৃতির এক নতুন আবিষ্কার চিন্তা করা হলেও এর পেছনে বৈজ্ঞানিক রহস্য রয়েছে। ইরাকে এই নদীর সন্ধান পাওয়া গেছে। অনেকে এটিকে বালুর স্রোত বললেও বিজ্ঞানীরা তা মানতে নারাজ।
সেখানে বালুর কণা নয়, বরফের কণা ভেসে যাচ্ছিল। নতুন একটি প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে ইজিপ্ট, জর্ডান, ইসরায়েল ও সৌদি আরবে ভয়ানক বৃষ্টিপাত হয়েছে। যেসব এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেখান থেকে যেদিকে বৃষ্টিপাত হয়নি সেদিকে পানি গড়িয়ে যাচ্ছে। সেখানে বরফের টুকরো রয়েছে। অর্থাৎ বন্যায় প্লাবিত হয়ে এই বালুময় নদীর সৃষ্টি হয়েছে।