খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধোওয়ান আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ভালো বন্ধুরাষ্ট্র। দু’দেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ খবর জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যেকার চমৎকার সম্পর্ক আরো বাড়ছে।
রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে নৌ-পরিবহন যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এডমিরাল আর কে ধোওয়ান বলেন, বিশ্ব অর্থনীতির জন্য দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অঞ্চলের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আরো বৃদ্ধি পাবে।
এর আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে জাপানে প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করায় রাবাব ফাতিমাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জাপানে তার দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনে জাপানী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। রাষ্ট্রপতি জাপানে ২০১০ সালে অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজনের আগে ব্যাপক নির্মাণ কাজের উল্লেখ করে এই নির্মাণ কাজের জন্য বাংলাদেশ থেকে জাপান যাতে শ্রমিক নিতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।