Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন করলেন উত্তরপ্রদেশের এই কত্থক নৃত্যশিল্পী। পাকিস্তানি প্রেমিকের সঙ্গে সুখের সংসার গড়ার জন্য সমস্ত বাধা অতিক্রম করে মহিলা হলেন তিনি। ওই নৃত্যশিল্পীর নাম গৌরব। গত নয়মাস ধরে কঠিন কঠিন অস্ত্রোপচারের সাহায্যে ‘মীরা’ হয়ে উঠেছেন তিনি। আর এ ক্ষেত্রে মুম্বইয়ের ডাক্তার মিথেলেশ মিত্রর অবদান অপরিসীম। তিনিই তাঁর যাবতীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিলে তিলে রূপান্তরিত করেছেন গৌরবকে।
পাঁচ বছর আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে গৌরবের সঙ্গে আলাপ হয় পাকিস্তানের রিজওয়ানের। সেই আলাপ ক্রমে প্রেমে পরিণত হয়। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে শরীরেরও সঙ্গেও জীবনটাকেও পাল্টে ফেলেছেন গৌরব। এখন তিনি মীরা।
মীরা বলেছেন, ছোট থেকেই তিনি স্বাভাবিক। মহিলাদের সঙ্গে সম্পর্কও ছিল তাঁর। এক সময় তো বিয়ের চিন্তাভাবনাও করছিলেন। কিন্তু সবকিছু বদলে গেল পিএইচডি করার সময় ফেসবুকে রিজওয়ানের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে।
মীরা জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচারের ব্যয় মেটাতে ৮ লক্ষ টাকা দিয়েছেন রিজওয়ান।
প্রায় সারা দেশেরই বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেছেন গৌরব। সুফি কবিতার ওপর তাঁর লেখা দুটি বইও রয়েছে।