Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: আইপিএলের নবম আসরে পুনের নতুন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে চেন্নাই সুপার কিংগসের সফল জুটি মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিভন ফ্লেমিংকে। পুনের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্টিফেন ফ্লেমিং।
সোমবার পুনে কোচ হিসেবে তার নাম ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্কা। যে দু’বছর তার দল আইপিএল খেলবে, সেই দু’বছরই হেড কোচ থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
ধোনি-ফ্লেমিংয়ের নেতৃত্বে টানা দু’বার আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। ‘প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে খুব সফল ফ্লেমিং। তার টেকনিক্যাল জ্ঞান, নাছোড় মনোভাব আর টিম গোছানোর ক্ষমতা আমাদের কাজে আসবে। ফ্লেমিংয়ের নেতৃত্ব দেয়ার ক্ষমতার উপর আমার আস্থা আছে’- বলেন গোয়েনকা।
সিএসকে এবং রাজস্থান রয়্যালস নিষিদ্ধ হয়ে যাওয়ার পর পুনে এবং রাজকোট নামে দুটি দল দু’বছরের জন্য মাঠে নামাচ্ছে আইপিএলে।
পুনের টিমে ধোনির সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ফ্যাফ ডু প্লেসিস, স্টিভেন স্মিথ এবং অজিঙ্কা রাহানে। ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের নবম আসর।