খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: টানা দুইবার ক্রিস্টিয়ানো রোনালদো জেতার পর ২০১৫ সালের ফিফা ব্যালন ডি অরটি জিতেছেন লিওনেল মেসি। আর সেই উচ্ছ্বাসে ভেসে গিয়ে পাড় মেসি সমর্থকরা খোদ রোনালদোর জন্ম শহরে তার মূর্তিতে লাল রং দিয়ে মেসির নাম ও জার্সি নম্বর লিখেছে।
মেসি ও রোনালদো এই দুই জনের মধ্যে কে সেরা এটা নিয়ে পুরো বিশ্বই বিভক্ত। সমর্থকদের মধ্যে সেই তর্ক মাত্রাও ছাড়িয়ে যায়। যার একটি উদাহরণ স্থাপিত হল রোনালদোর জন্মশহর পর্তুগালের মাদেইরার। ২০১৪ সালে রোনালদো এই শহরে ১১ ফুট লম্বা ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করেছেন যা তার নিজস্ব অর্থায়নে পরিচালিত জাদুঘরের কয়েক শত মিটারের মধ্যেই অবস্থিত। সেই মূর্তিতেই লাল কালি দিয়ে মেসির নাম ও জার্সি নাম্বার লিখে এসেছে কিছু পাড় মেসি সমর্থক। এছাড়া রং দিয়ে মূর্তিটির সৌন্দর্য নষ্ট করেছে তারা।
কর্মকর্তাদের জানালে বুধবার সেগুলো আবার পরিষ্কার করা হয়। রোনালদোর বোন কাতিয়া আভেইরা বলেন, এটা একটা লজ্জাজনক কাজ যা কেউ রোনালদোর প্রতি হিংসা থেকে করেছে। এইসব নির্বোধের দল জনসম্মুখে যা করেছে তাতে একজন পর্তুগিজ হিসেবে আমি লজ্জা বোধ করছি। স্কাই স্পোর্টস।