Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাঙনের মত ২০১৬ সালের মধ্যে দলটিও ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার বেলা ১২টায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, “জঙ্গী ম“দাতা খালেদা জিয়া ও তার দল বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের কার্যকলাপে স্পষ্ট বোঝা যাচ্ছে- ২০১৬ সালের মধ্যে দলটি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে দলের শুভবুদ্ধি নেতারা দল থেকে অচিরেই বেরিয়ে আসবে এটার আলামতও পাওয়া যাচ্ছে।”
সন্ত্রাসী ও সহিংসতার পথ পরিহার করে উন্নয়ন ও গণতন্ত্রের পথে আসলে বিএনপি’র শেষ রক্ষা হতে পারে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।
তিনি বলেন, “আওয়ামী লীগ কোন দল ভাঙা-গড়ার কাজে সম্পৃক্ত নেই। সহিংসতা পরিহার করে সবকিছু ভুলে দেশের স্বার্থে উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারলে বিএনপির শেষরক্ষা হবে। আর তা না হলে এই বিএনপি ভেঙে টুকরো-টুকরো হয়ে যাবে।”
“৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশ আবারও কোন অবৈধ সরকারের শাসনে নিমজ্জি হতো। সাংবিধানিক নিয়ম রক্ষার মাধ্যমে এই নির্বাচন গণতন্ত্রের যাত্রাকে সুসংগঠিত করেছে। তারা শুধু এই সরকারের বিরোধিতা করে। নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তারা সেটা স্বীকার করতে চায়।”
আগামী ২০১৮ সালের আগে মধ্যবর্তী কোন নির্বাচনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, “যথাসময়ে নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের কোন প্রয়োজন নেই। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০১৮ সালের শেষার্ধে ওই নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল।
বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ২ বছর পূর্তি এবং খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ। এতে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ফাতেমা জলিল সাথী প্রমুখ।