Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: ২২ বছর বয়সী এক ভারতীয় নাগরিক তার পাকিস্তানের প্রেমিকের সাথে জীবন কাটানোর জন্য ভারত থেকে পাকিস্তানে চলে এসেছে। পাকিস্তানে গিয়ে সে তার প্রেমিককে বিয়েও করেছেন কিন্তু তারপরও তাদের আলাদা হতে হচ্ছে।
পাকিস্তান সরকার সেই মেয়ের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। সরকার তার ভিসার মেয়াদ বাড়ানোর দরখাস্ত নামঞ্জুর করে দিয়েছেন।
মেহেরুন্নেসা গত দুই মাস আগে সঠিক ভিসা নিয়ে পাকিস্তানে যান। সেখানে গিয়ে তিনি তার ২৪ বছর বয়সী প্রেমিক এজাজ খানকে বিয়ে করেন। তাদের পরিচয় ফেসবুকের মাধ্যমে হয়েছিল। এই দম্পতি তাদের বিবাহের কথা গত সপ্তাহে প্রকাশ করেন। তখন মেহেরুন্নেসার ভিসার মেয়াদ বাকি ছিল মাত্রও তিনদিন।
মেহেরুন্নেসা জানান, সে তার ঘর থেকে পালিয়ে এসে এই বিবাহ করেছেন। কিন্তু এখন যদি তার বাড়িতে ফিরে যেতে হয়, তাহলে পাকিস্তান বিরোধীরা তাকে হত্যা করতে পারে। পাকিস্তান বিরোধী সংস্থা তার ক্ষতি করতে পারে।
মেহেরুন্নেসা পাকিস্তানের সরকারের কাছে তার ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। সেখানে সে অবগত করেন যে, সে তার স্বামীর সাথে পাকিস্তানে সুখী আছেন। কিন্তু, অপরদিকে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তানের ভিসা কর্তৃপক্ষ তার এই আবেদন নাকচ করে দিয়েছেন।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।