খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান, ২০ দলীয় জোটের শীর্ষনেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা ১৩ জানুয়ারি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির পক্ষ থেকে ভোটারবিহীন সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ১২ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা গোটা জাতিকে হতাশায় ডুবিয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্যের মধ্যে গণতন্ত্র রক্ষার জন্য এবং বর্তমান গভীর সংকট থেকে উত্তরণের জন্য কোন দিকনির্দেশনা ছিল না। বরং তার বক্তব্য বর্তমান সংকটকে আরো সংকটময় করে তুলেছে। জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করায় সাধারণ মানুষ এমনিতেই যখন ফুঁসে আছে তখন সেদিকে না তাকিয়ে উন্নয়নের কথা বলে এবং বিরোধী জোটের বিরুদ্ধে ঢালাওভাবে বিষোদগার করে যে বক্তব্য রেখেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণ করতে হলে প্রধানমন্ত্রীকে বিরোধীদলের সাথে তথা ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংলাপে বসতেই হবে। তিনি বলেন, ব্রাক্ষ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে শাসকদল ও পুলিশ মিলে যে ভাবে নির্মম হত্যা করেছে তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে নামে মাত্র প্রত্যাহার করে সরকার সন্ত্রাসীদেরকে মূলতঃ উদ্বুদ্ধই করেছে। তিনি আরো বলেন, সংকটকে না বাড়িয়ে দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে কার্যকর দায়িত্ব পালন করতে হবে। তিনি বিরোধীদলের উপর দমন-পীড়নের রাজনীতি পরিহার করে গণতন্ত্রের পথে বর্তমান সরকারকে পরিচালিত হওয়ার আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিনে এনডিপির অভিনন্দন
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান, ২০ দলীয় জোটের শীর্ষনেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা ১৩ জানুয়ারি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্তি পাওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, চলমান সংকট আন্দোলনে তার এই মুক্তি বিএনপিসহ ২০ দলীয় জোটকে আরো শক্তিশালী করবে। তিনি ২০ দলীয় জোটের কারাগারে থাকা সকল শীর্ষ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, হামলা-মামলা ও নির্যাতনের পথ পরিহার করে সরকারকে গণতন্ত্রের পথে হাঁটা উচিত। তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ ও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমানেরও নিঃশর্ত মুক্তি দাবি করেন ।