Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মেসি-রোনালদো কে কাকে ভোট দিয়েছিলেন
মেসি-রোনালদো কে কাকে ভোট দিয়েছিলেন

খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: অ পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। ১৬৫ জন জাতীয় দলের কোচ, ১৬২ জন জাতীয় দলের অধিনায়ক ও ১৭১ জন সংবাদকর্মী মেসি, রোনালদো ও নেইমারকে ভোট দিয়েছেন।
তাদের দেওয়া ভোটের ৪১.৩৩ শতাংশ পান মেসি। আর ২৭.৭৬ শতাংশ পান ক্রিস্টিয়ানো রোনালদো। আর নেইমার পান ৭.৮৬ শতাংশ ভোট। জাতীয় দলের অধিনায়ক হিসেবে রোনালদো ও মেসিরও ভোট দেওয়ার ক্ষমতা ছিল এবং তারা সেটা প্রয়োগও করেছেন। চলুন জেনে নেওয়া যাক কে কাকে ভোট দিয়েছেন।
মূলত ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ কৌশল অবলম্বন করেছেন মেসি ও রোনালদো। দুজনেই নিজ নিজ ক্লাবের সতীর্থদের ভোট দিয়েছেন।
মেসি তার প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন লুইস সুয়ারেজকে, দ্বিতীয় ভোট দিয়েছেন নেইমারকে। আর তৃতীয় ভোট দেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। আর রোনালদো তার প্রথম পছন্দ হিসেবে ভোট দেন করিম বেনজেমাকে। আর দ্বিতীয় ভোট দেন হামেস রদ্রিগেজকে। আর তৃতীয় ভোটটি দেন গ্যারেথ বেলকে।
এদিকে ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় থাকা নেইমার দ্য সিলভা ব্রাজিলের অধিনায়ক হিসেবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনিও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি তার প্রথম পছন্দের ভোটটি দিয়েছেন লিওনেল মেসিকে। দ্বিতীয় ভোটটি দিয়েছেন লুইস সুয়ারেজ। আর তৃতীয় ভোটটি দিয়েছেন ইভান রাকেটিককে।