খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: সৌদি আরবের তায়েফের ৭০ বছরের বাসিন্দা আওয়াদ বিন আওয়াইমার আল-তোয়াইবি। আগেই তাঁর প্রাপ্তবয়স্ক দুই স্ত্রী ছিল। তাগিদ অনুভব করছিলেন তৃতীয় স্ত্রীর। কিন্তু এই বয়স্তে
সমস্যার সমাধানে এগিয়ে এলেন দুই স্ত্রী। স্থানীয় একটি হলে আড়ম্বরপূর্ণ পরিবেশে বিয়ের আয়োজন করলেন স্বামী আল-তোয়াইবির। এতে খুশিতে আটখানা স্বামী। তৃতীয় বিয়ের পরই নতুন বউকে নিয়ে ছুটেছেন হানিমুনে।
দুই স্ত্রী আর স্বামীর কাণ্ড নিয়ে ব্যতিক্রমী এ সংবাদটি তুলে ধরেছে আরব নিউজ। গত সোমবার পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, সুষ্ঠুভাবে বিয়ের আয়োজন করায় দুই স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আল-তোয়াইবি।
তৃতীয় বিয়ে প্রসঙ্গে আল-তোয়াইবি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে রসিকতা করছে। কিন্তু পরে বুঝলাম, তারা সিরিয়াস। আমার প্রতি ভালোবাসা ও সম্মান থেকেই তারা এটি করতে চেয়েছে।’
‘আমাকে সুখী করতে তারা দুজন যা করেছে, তা কখনো ভুলব না’, যোগ করেন আল-তোয়াইবি।