Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: খালি নারীকুলকে দুষলে চলবে, পুরুষকুলও কম যায় না। 65নিজেদের মধ্যে অনেককিছুই লুকিয়ে রাখে, যার টেরটি পায় না অবোলারা। এমন এমন জিনিস প্রেমিকা/স্ত্রীর থেকে লুকোয়, যার সিঁকিভাগও প্রকাশ্যে এলে গৃহযুদ্ধ বাঁধবেই। “বেজায় জটিল”-এর অপবাদটা ধেয়ে আসবে পুরুষের দিকেও। কী, কী জেনে নিন –
১. লুকিয়ে ফ্লার্ট করে প্রেমিকার বেস্ট বান্ধবীর সঙ্গে: প্রেমিকা/স্ত্রীর সামনে হাবভাব এমন, যেন ভাজা মাছটি উলটে খেতে জানে না। তাঁর সামনে তাতেই মগ্ন। কিন্তু সুযোগ পেলে বেস্ট বান্ধবীর সঙ্গে হালকা রোম্যান্সটাও সেরে ফেলে লুকিয়ে। যেচে বাড়ি পৌঁছে দেওয়া, ট্যাক্সি ধরে দেওয়া – ফাঁক পেলেই ছোঁক ছোঁক!
২. প্রেমিকার সামনে অন্য নারীকে জরিপ:প্রেমিকার হাতে হাত, চোখে চোখ কিন্তু পাশ কেটে হেঁটে যাওয়া সুন্দরীকে কিন্তু মিস করবে না সে। আঁড় চোখে ঠিক দেখে নেবে তার ভাইটাল স্ট্যাটস্।
৩. বন্ধুর প্রেমিকা কিন্তু সবসময় বোন হয় না:মাঝেসাঝে বন্ধুর অতিসুন্দরী প্রেমিকার দিকেও চলে যায় তার নজর। ফলে মোটেও ভাববেন না, বন্ধুর প্রেমিকা মানেই সে আপনার প্রেমিকের বোন। বোন কখন মনের মধ্যে বসন্তের কুহু গেয়ে উঠবে, জানতেই পারবেন না।
৪. প্রথমবার যৌনতায় নার্ভাস:কে বলেছে, কেবল মেয়েদেরই প্রথমবার যৌনতায় ভয় হয়। ছেলেরা তার চেয়েও বেশি ভয় পায়। মুখে যতই সাহসী হোক না কেন, বুক দুরুদুরু করবেই। একদম গলে যাবেন না।
৫. প্রেমিকার চেয়েও পয়সার প্রতি টান বেশি:মনে মনে যতই বলুক, তোমাকে ছাড়া বাঁচব না। জানবেন, পুরো ঢপ। নারীকে না পেয়ে প্রাণ গেছে, এমন দৃষ্টান্ত পাওয়া যায় সাহিত্যেই। বাস্তবটা কিন্তু একেবারেই অন্য। একজন নারীকে না পেলে বয়েই যায় তাদের। দু-চার মাস মন খারাপ থাকে, তারপর আস্তে আস্তে সব আগের মতো হয়ে যায়। আসল কথা হল, প্রেমিকা তাদের কাছে শুধুই বিলাস। কয়েকদিনের ভালোলাগা। আসল টার্গেট ক্যারিয়ার, পয়সা। এইদুটি না গড়তে পারলে তারা শূন্য, শেষ। আর কে না জানে, সফল পুরুষের মনেই যত সুন্দরীদের ভিড়!
৬. প্রেমিকা/স্ত্রীকে লুকিয়ে সেক্স:প্রেমিকা/স্ত্রী যদি কোনও পুরুষকে যৌনভাবে তৃপ্ত করতে পারে, ৮০ শতাংশ নিশ্চিত হওয়া যায় সে অন্য কোনও নারীর কাছে যাবে না। কিন্তু সেটা যদি না হয়, পুরুষের পদস্খলন হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। কোনও নারী যদি তার রূপ, তার যৌবন দিয়ে আহ্বান করে, পুরুষটির এক নিমেষও লাগবে না তার কাছে যেতে।
আরো কিছু সাধারণ জিনিসও পুরুষ লুকিয়ে যায়:
১. স্ত্রী বা প্রেমিকার মেকআপ করার প্রসাধনী মন থেকে কিনে দিতে চায় না কোনও পুরুষ। কেননা সে প্রসাধনী সামগ্রী একেবারেই পছন্দ করে না।
২. আঁটসাঁট বা স্বল্প পোশাক পরে কোনও মার্জিত পুরুষকে প্রভাবিত করা যায় না। পুরুষটি ভেবেই নেয়, এ নারী সহজলভ্য।
৩. নারীর কাছে নিজের পোশাক ও চেহারার প্রশংসা শুনলে পুরুষরা মনে মনে খুশি হয়। কিন্তু সেই প্রফুল্লভাব তার চোখেমুখে প্রকাশ পায় না।
৪. যতই মুখে অন্য কথা বলুক, মন থেকে কিছুতেই মানতে চায় না পছন্দের নায়িকার চেয়ে প্রেমিকা বেশি সুন্দরী। ছোটোবেলার প্রিয় নায়িকা তার কাছে আজও সেরার সেরা।