খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: ব্রিটিশ নারীদের ব্যায়াম ও শারীরিক অনুশীলনের অভাবে নানা সমস্যা বেড়েই চলেছে। এ সমস্যা থেকে রক্ষার জন্য স্পোর্ট ইংল্যান্ড একটি প্রচারণা শুরু করে। এ প্রচারণার আওতায় দারুণ একটি বিজ্ঞাপন তৈরি করেছে তারা, যে বিজ্ঞাপনটি প্রায় তিনি মিলিয়ন নারীরে শারীরিক অনুশীলনে আগ্রহী করে তুলেছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
‘দিস গার্লস ক্যান’ নামে বিজ্ঞাপন প্রচারণাটি এক বছর আগে শুরু হয়। এতে বিভিন্ন বয়সী ও বিভিন্ন শারীরিক অবয়বের নারীদের উপস্থাপন করা হয়েছে। তারা সবাই শারীরিক অনুশীলনের মাধ্যমে সুগঠিত দেহ গড়ে তুলবে, এমনটাই আশা করা হয়।
বিজ্ঞাপনটিতে বেশি করে শারীরিক অনুশীলন করতে এবং অনুপ্রেরণা দেওয়া হয়েছে। এটি কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয়সাপেক্ষ একটি ক্যাম্পেইনের অংশ। এর আওতায় শুধু টিভি বিজ্ঞাপন নয় বিলবোর্ড, অনলাইন বিজ্ঞাপন ও সংবাদপত্রে বিজ্ঞাপনও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি একটি ওয়েবসাইটের মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।
স্পোর্ট ইংল্যান্ড জানিয়েছে বর্তমানে প্রায় ২.৮ মিলিয়ন নারী এ বিজ্ঞাপনে অনুপ্রাণিত হয়েছে এবং নানাভাবে তাদের শারীরিক অনুশীলনের মাত্রা বাড়িয়েছে। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছর পর্যন্ত বলেও জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিজ্ঞাপনটির বিভিন্ন প্রভাব নিয়ে স্পোর্ট ইংল্যান্ড একটি জরিপের ব্যবস্থা করে। এতে দেখা হয় বিজ্ঞাপন ও প্রচারণাগুলো কতোখানি কাজে লাগছে। এ জরিপেই দেখা যায় বিজ্ঞাপনটির ব্যাপক প্রভাবের বিষয়টি।
স্পোর্ট ইংল্যান্ডের প্রধান নির্বাহী জেনি প্রাইস এক বিবৃতিতে বলেন, বিজ্ঞাপনটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তবে এখানেই তারা থেমে থাকবেন না। তারা আরও বহু মানুষকে শারীরিক অনুশীলনে আহ্বান জানাতে নানা উপায়ে চেষ্টা চালিয়ে যাবেন।