খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: মহামান্য রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিকের হাতে ছোট গাড়ির স্টেয়ারিং ও তাঁর পাশেই বসে আছেন কিংবদন্তী পিতা বাংলাদেশের ২০তম মহামান্য রাষ্ট্রপতি, ভাটির র্শাদুল মো. আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি ছোট গাড়িতে করে মিঠামইন সদর উপজেলা ভিবিন্ন এলাকা ঘুরে দেকেছেন। আর সন্তান চালকের আসনে বসে বাবাকে দেখাচ্ছেন তিনি পারবেন এই ভাটি বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে এবং সেই হাসি আজীবন ধরে রাখতে। স্বপ্ন যখন আধুনিক শান্তি ও উন্নয়নের ভাটিবাংলা। যে স্বপ্ন পরম মমতায় বুঁনন করেছিলেন তিনি, সেই স্বপ্ন নামের চারাগাছটি এখন ফুলে-ফলে পল্লবিত এক বৃক্ষ।
এ যেন এক মহিরুহ। বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন তিনি প্রিয় ভাটিবাংলার দিকে। যে উন্নয়নের স্বপ্নদ্রষ্টা তিনি, সে কাক্সিক্ষত উন্নয়ন ও সফলতায় বিন্যন্ত করে ঢেলে সাজাচ্ছেন তাঁর প্রিয় সন্তান বর্তমান (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) তিন থানার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক। একদিন এই উন্নয়নের স্টেয়ারিং ছিল রাষ্ট্রপতির হাতে, যা এখন তাঁরই সুযোগ্য সন্তানের হাতে আজ। তিনিই তুলে দিয়েছিলেন। মানুষের সহজাত ভালোবাসায়। আজ সেই স্টেয়ারিং সদুক্ষ সঞ্চালনা ও পরিচালনায় শতভাগ সফলতায় দিবালোকের মতো প্রতিভাত ও পরিস্ফুট করে তুলেছেন তাঁরই প্রিয় আত্মজ। যে শান্তি ও উন্নয়নের ভাটিবাংলা ছিল তাঁর ঐকান্তিকতা, তা’ সমুহ সম্ভাবনায় ভাস্বর করেছেন তাঁর জ্যেষ্ঠ আত্মজ, যা দেখে চোখ ফেরানো দায়! তাইতো তিনি তাকিয়ে আছেন প্রিয় ভাটিবাংলার শান্তি-উন্নয়নের আকাশ পানেৃআহা!
মিঠামইন সদরের ভিবিন্ন এলাকা পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন সচিব ড. কামাল আবদুল নাসের, কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রসাসক এড. জিল্লুর রহমান, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু, ছোট বোন আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আব্দুস সাহিদ ভূঞা, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শরীফ কামালসহ রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
বর্তমানে তিনি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের ভিবিন্ন এলাকা পরিদর্শন করছেন। সেখানে তিনি বিকাল পর্যন্ত অবস্থান করবেন বলে জানা গেছে।