খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: আর কয়েকদিন পরে ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ৮ মার্চ থেকে বাছাইপর্বের মধ্যদিয়ে শুরু হবে বিশ্বকাপ। টেস্ট খেলুড়ে সকল দেশের সকল দেশের মাঝে বিশ্বকাপের বার্তা পৌছে দিতে আইসিসি বিশ্বকাপ ট্রফি বের হয়েছে দেশ ভ্রমণে। তার ধারাবাহিকতায় টি-২০ বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়।
সাধারণ দর্শকদের জন্য তা উন্মুক্ত রাখা হবে বৃহস্পতিবার ও শুক্রবার। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সাধারণ দর্শকরা ছবি ও সেলফি তুলতে পারবেন ট্রফিকে ঘিরে। বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা।
বাংলাদেশে ট্রফি প্রদর্শন শেষে ১৭ জানুয়ারি শ্রীলংকায় পাঠানো হবে। সেখান থেকে ২১ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় নেওয়া হবে টি-২০ বিশ্বকাপ ট্রফি। ১২টি দেশ ভ্রমণের পর আগামী ১ ফেব্র“য়ারী বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে ভারতে।