খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: ১৪ জানুয়ারি বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসভবনে জিয়া নাগরিক ফোরাম- জিনাফ এর সভাপতি লায়ন মিয়া মোঃ আনোয়ারের নেতৃত্বে সদ্য কারামুক্ত নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এই সময় অন্যান্যদের মধ্যে ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, জিনাফ’র সাধারণ সম্পাদক কে.এ জামান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন আহমেদ, কৃষক দলের নেতা বেলাল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ তার সাথে কুশল বিনিময় করেন এবং তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।