খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: গ্রুপ ‘এ’ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে যাওয়ার আশা ধরে রাখলো বাহরাইন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় খেলায় তারা বৃহস্পতিবার ১-০ গোলে হারিয়েছে কম্বোডিয়াকে। প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ৩-২ গোলে হারা কম্বোডিয়া এই হারে আসর থেকে বিদায় নিলো।
বাহরাইন প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ অলিম্পিক দলের সাথে। যশোরের সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। আর এদিনের খেলায় বাহরাইন জিতলেও কম্বোডিয়া বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। মিডফিল্ডার পলরুতের কাছ থেকে বল পেয়ে খেলার ৪ মিনিটেই দিনা তিত গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু কম্বোডিয়ার এই খেলোয়াড়ের চেষ্টা রুখে দিয়েছেন বাহরাইনের গোলকিপার মাহবুব আল দোসারি।
অধিনায়ক আব্দুল আজিজ আল শেখ ১১ মিনিটে বাহরাইনকে এগিয়ে দেন। জশিম আল শেখ কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন বক্সে। ফরোয়ার্ড আব্দুল আজিজ চমৎকার হেডে জালে বল জড়িয়েছেন। ৪০ মিনিটে জশিম ডান পায়ে ভালো একটা শট নিয়েছিলেন। কিন্তু গোলকিপার সেরি রাথ বাঁচিয়েছেন দলকে। ৫১ মিনিটে আব্দুল আজিজ আরেকবার কম্বোডিয়ান ডিফেন্ম ভাঙ্গেন। আন মার্কড ইব্রাহিম আল মাহমুদকে বল দেন তিনি। কিন্তু ডিফেন্ডার ফেং হং সেবার কম্বোডিয়াকে রক্ষা করেছেন।