খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: বর্তমান সময়ে ছেলে-মেয়েরা সকল কাজে একে অপরের যেমন সঙ্গী, তেমনি আবার প্রতিদ্বন্দ্বীও বটে। আগে বিয়ের পূর্বে ছেলে মেয়েরা একে অপরকে দেখার সুযোগ পেত না, আর এখন একে-অপরকে ভালভাবে বোঝার জন্য ঘুরে বেড়ায়।
ছেলে-মেয়ের মাঝে প্রেমের সম্পর্কও এখন নতুন কোনও বিষয় নয়। আমাদের দেশেও অহরহ সকলে খোলা আকাশের নিচে প্রেম করে বেড়ায়। কিন্তু একটি রেস্তোরায় প্রেম করতে গিয়ে বেধড়ক মারের শিকার হলেন তরুণ ও তরুণী।
সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পরলে তাতে দেখা যায়, এক তরুণ ও তরুণী রেস্তোরায় বসে ছিলেন। তখন আচমকা কিছু নারী ও পুরুষ এসে তাদের পেটাতে শুরু করে। তারপর তাদের বাহিরে নিয়ে চলে যায়। ভিডিওতে কোনও আওয়াজ না থাকায় বোঝা যাচ্ছে না, আসলেই তারা প্রেমিক-প্রেমিকা ছিল নাকি স্বামী-স্ত্রী। যারা তাদের উপর নির্যাতন করছিলেন তারা তাদের পরিচিত কিনা তাও জানা যায় নি।