Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যথাযথ উদ্যোগ ও দিক নিদের্শনা পেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঘিরেই দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।
প্রতিমন্ত্রী গতকাল রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কালে একথা বলেন। ১৩ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত আয়োজিত এ মেলায় ৩৬জন উদ্যোক্তা অংশ গ্রহন করছেন।
শাহরিয়ার আলম বলেন, এক একটি অঞ্চল এক একটি দেশ এক একটি বিষয়ে সমৃদ্ধি অর্জন করে। বাংলাদেশে ক্ষুদ্র-মাঝারি শিল্পের ইতিহাস অনেক সমৃদ্ধ। এদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী; উপযুক্ত নেতৃত্ব ও সহযোগিতা পেলে এ দেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে । ভারী শিল্প স্থাপনে দেশ সক্ষম, তবে কাঁচামালের অপ্রতুলতাসহ এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমদানী নির্ভর কাঁচামাল দিয়ে ভারী শিল্পে সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। দেশকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষকে উপার্জনক্ষম করে গড়ে তুলতে এসএমই এর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় সচল করা হয়েছে। এ ছাড়া ছয়টি পণ্যের মোড়কিকরণে পাটজাত পণ্যের ব্যবহারেও আইন প্রণয়ণের মাধ্যমে পাটশিল্প বিকাশের পাশাপাশি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সরকার কাজ করে যাচ্ছে ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী অঞ্চলে ৬০৩ হাজার একর জায়গায় দেশের প্রথম ‘কৃষি ভিত্তিক শিল্প প্রক্রিয়াজাতকরণ অঞ্চল’ গড়ে তোলার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে । এ ছাড়া রাজশাহী জেলার খড়খড়ি বাইপাস এলাকায় অন্যন্য শিল্প প্রক্রিয়াজাত করণের উদ্দেশ্যে ‘‘স্পেশাল ইকোনোমিক জোন’’ তৈরিতে অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে।
প্রতিমস্ত্রী বলেন, কিছু সমস্যার কারণে রাজশাহীতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। অতি শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের মানুষ আশাবাদী। সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুয়ায়ী বাংলাদেশ সেরা দশটি আশাবাদী রাষ্ট্রের তালিকায় উপরের দিকে অবস্থান করছে। পরিশ্রম ও আশাবাদী দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে সরকার এদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে সক্ষম হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ) মোহম্মদ মুনির হোসেন, রাজশাহী চেম্বারের সভাপতি মো: মনিরুজ্জামান মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুল ইসলাম।