খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: জেলার কাউখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশীদের পিতা হাজী মোবাশ্বের আলীর মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইউম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, অধ্যক্ষ লুৎফর রহমান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম দাস, প্রভাষক অলোক কর্মকার, মহিলা পরিষদের সভাপতি জাহানুর বেগম, নাগরিক কমিটির সভাপতি আলীমুজ্জামান, ডাঃ আলী হোসেন, ইউনুস খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দুপুরে বরিশাল শেরে-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী মোবাশ্বের আলী ইন্তেকাল করেন।