Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা ধর্মের নামে বিভিন্ন অজুহাতে সরকারের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজ দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার চেক, গরিব ও দুস্থদের মাঝে কম্বল এবং টিন বিতরণ করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরো বলেন, বিদেশী বন্ধুরা যারা এক সময় বাংলাদেশকে গরীব দেশ হিসেবে জানত, তারাই এখন দেশের উন্নয়ন দেখে হতবাক হয়ে যাচ্ছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস লস্কর ও নবনির্বাচিত পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নলছিটি উপজেলার ৯৭ জন মুক্তিযোদ্ধাকে তাদের সম্মানি ভাতার পাঁচ লাখ ৫১ হাজার টাকার চেক প্রদান করেন। একই অনুষ্ঠানে তিনি দুস্থদের মাঝে ১৭০০ কম্বল ও ৭৫ জনকে গৃহনির্মাণের জন্য টিন ও নগদ তিন হাজার টাকার অনুদান প্রদান করেন।