খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: ভারত ও পাকিস্তানে মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরুর করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। পাঠানকোট হামলার পর আলোচনা প্রক্রিয়াটি পিছিয়ে যায়। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক সংগঠন জোশ-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে, যাতে সাতজন ভারতীয় সেনা আর ছয় জঙ্গি নিহত হয়। এ ঘটনার জের ধরে বুধবার কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পাকিস্তান। আজ ভারত জানালো, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কোন বৈঠক হবে না। দুই দেশের আলোচনার পর বৈঠকের জন্য নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে। তবে খুব তাড়াতাড়ি, ‘নতুন এই তারিখ’ নির্ধারিত হবে বলে তারা আভাস দিয়েছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের শান্তি আলোচনায় অচলাবস্থা চলছে। গত ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে ইসলামাবাদ সফর করলে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়।