খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: দেহব্যবসা চালানোর অভিযোগে ২০ জন যুবক-যুবতীকে গ্রেফতার করেছে ভারতের পুরাতন মালদহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে নারায়ন পুরের একটি হোটেলে হানা দেয় পুলিশের একটি টিম। হোটেলের রুম থেকে দেহব্যবসা চালানোর অভিযোগ ১০ যুবক ও ১০ যুবতীকে গ্রেফতার করে তারা।
পুলিশ জানিয়েছে, এই হোটেলে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চলছে। আটক ১০ যুবতীর বাড়ি কলকাতায় ও যুবকদের বাড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আটকদের আজ বৃহস্পতিবার মালদাহ জেলা আদালতে তোলা হয়েছে।