খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির প্রথম নামাজে জানাযা ধানমন্ডির সাত মসজিদ রোডের ঈদগাহ ময়দানে বাদ জুমা অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ ২টা ৩০ মিনিটে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার ধানমন্ডির বাড়িতে (বাড়ি নং ৮২৩, রোড নং ৯/এ) রাখা হবে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানাগেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।