Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: বৃষ্টি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এটি কখনও আনন্দের কারণ, কখনও আবার বেদনায় ভাসিয়ে নিয়ে যায়। এখন জানুয়ারি মাস। এসময় বৃষ্টির দেখা পাওয়া অনেক বিরল একটি ব্যাপার।
কিন্তু পৃথিবীর এমন একটি স্থান রয়েছে যেখানে প্রতিদিন বৃষ্টিপাত হয়।
ওয়েস্ট ওয়েলসের পেমব্রকশায়ারের ঊমষুিংৎিি নামক স্থানে প্রতিদিন বৃষ্টিপাত হয়। প্রায় ৯২ বছর ধরে সেখানে সারা বছর ধরে বৃষ্টি হচ্ছে।
গত অক্টোবর মাসের পর আজ পর্যন্ত একদিনও সে এলাকার বাসিন্দারা শুঁকনো পথ দেখে নি। এমন কোন দিন নেই যেদিন বৃষ্টি ঝড়ে নি। স্থানীয় কাউন্সিলর জন ডেভিসের মতে, নিষ্করুণ মহামারীর দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার পেছনে বাইবেলে একটি কারণ বর্ণিত রয়েছে। এই অস্বাভাবিক বৃষ্টির কারণে সে এলাকার মানুষ, শারীরিক এবং মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন।
সৌভাগ্যক্রমে, ৭০০ জনগণ বিশিষ্ট এই স্থানের মানুষ আবেরডিন , ইয়র্ক এবং কাম্ব্রিয়া থেকে বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে। কিন্তু , ডেভিস জানান, এই আবহাওয়া মানবশুন্য স্থানেও ব্যাপক সমস্যার সৃষ্টি করছে।