Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
jim20খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬:বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে ১৬৪ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌম্য সরকারের উইকেট হারিয়ে বাংলাদেশর সংগ্রহ ৩১ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল এবং সাব্বির রহমান। দলীয় ৩১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে রান আউটের ফাঁদে পড়ে সৌম্য। তামিম ২০ রানে অপরাজিত আছেন।

শুক্রবার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরুতেই দুই ওপেনার সিবান্দা ও মাসাকাদজার জুটিতে বড় সংগ্রহের পথেই এগুচ্ছিল সফরকারীরা। ১২তম ওভারের মধ্যেই শতরানের জুটি গড়ে ফেলেন তারা। তবে ওই ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান, ব্যক্তিগত ৪৬ রানে সাকিবের বলে তামিমের তালুবন্দি হন সিবান্দা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে রান আউট হয় ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ১৮ রানে ২টি এবং আল-আমিন হোসেন ২৪ রানে ২টি উইকেট লাভে করেন।