খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরাতে হোয়াইট হাউজের প্রতি অনুরোধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হোয়াইট হাইজের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার বৈঠক হয়েছে। আমি তাকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারি বঙ্গবন্ধুর একজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছে।
তিনি আমার আহ্বানকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগে তা পৌঁছে দিবেন বলে জানিয়েছেন।’ জ্যাকসন হাইটস খাবার বাড়ি পালকী সেন্টারে ১৪ জানুয়ারি রাতে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসি নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের আইনশৃঙ্খলা অতীতের চেয়ে অনেক ভালো।
আমি এখানে বসেই বলছি, বাংলাদেশে কোনো আইস’র অস্তিত্ব নেই।’ স্বারষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু একটা ঘটনা ঘটলেই বাংলাদেশের বিদেশী দূতাবাসগুলো থেকে কূটনীতিকরা বিভিন্ন কালারের (সাদা, নীল ও লাল) এলার্ট জারি করেন। যা হাস্যকর। অথচ তাদের দেশেই মানুষ গুলিতে মারা যাচ্ছে। প্রতিনিয়ত খুন হচ্ছে। বোমা ফুটছে।’ তিনি দাবি করেন, মজার বিষয় হচ্ছে কূটনীতিকদের এসব নানা রঙের এলার্ট আমলে নেয়নি বাংলাদেশের বিদেশী নাগরিকরা। স্বারাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে বিদেশি দূতাবাসগুলোর রেড এলার্ট জারিকে অগ্রহণযোগ্য এবং অবাস্তব বলে উড়িয়ে দেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস ছামাদ আজাদের সঞ্চালনায় ও ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ নেতা মাঈন উদ্দিন খান বাদল ও বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।