Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, যারা মহাসড়ক মেরামতের কাজে ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আউশকান্দি ইউসুফ নগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আবদুল বাতেন খান জানান, নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা ওই মহাসড়ক মেরামতের কাজ করছিলেন।
এরা হলেন- সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার মানিক মিয়া ও আব্দুর রহমান এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া এলাকার ফজল মিয়া।
দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের নবীগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী বলেন, সকালে ওই মহাসড়ক মেরামতের কাজ চলার সময় ঘন কুশায়ার মধ্যে সিলেটগামী একটি মালবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকের চাপায় তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয় বলেও ওসি নুরুন্নবী জানান।