Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12565401_1106275476058532_6216301662849745562_n

খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন ৫ জানুয়ারী ভোটারবিহীন প্রহসনের মাধ্যমে দখলদার সরকার গনতন্ত্রের লেবাসে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে। র‌্যাব-পুলিশ ও প্রশাসনকে জিম্মি করে প্রতিবাদী দেশপ্রেমিক শক্তিকে গুম-খুন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনে বাধ্য করছে। দেশ পরিচালনায় চরম ব্যার্থ সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধবংস করেছে।
তিনি বলেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে। হাসিনার পতন হবে আইয়ুব-ইয়াহিয়া ও স্বৈরাচার এরশাদের চেয়ে ভয়াবহ। অতীতে কোন জালেম সরকার ক্ষমতায় থাকতে পারেনি শেখ হাসিনা থাকতে পারবে না। তাই ৫২-৯০’র চেতনায় সকল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ প্লাটর্ফম তৌরি করে ছাত্র গনআন্দোলন জোরদার করতে হবে।
তিনি আজ (শুক্রবার) বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের আয়োজিত লেবার পার্টির নবর্নিবাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমান,এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন, যুগ্ম-মহাসচিব এডভোকেট উম্মে হাবিবা রহমান, শামসুদ্দিন পারভেজ, হিন্দুরতœ রামকৃষ্ণ সাহা, মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহিলা সম্পাদক নাছিমা নাজনিন সরকার, ছাত্রমিশন সাধারন সম্পাদক সালমান খান, সহ সভাপতি জাবের হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ মিলন, নগর সম্পাদক ইমরান হোসেন, কেন্দ্রীয় নেতা ইমরান হোসেন জুয়েল, মশিউর রহমান, মোঃ মামুন, বাসার তালুকদার প্রমুখ। প্যারোডী কবিতা আবৃতি করেন নগরনেতা কবি কাজী নিজাম উদ্দিন।