Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের বিরুদ্ধে। শুধু ব্যবসা প্রতিষ্ঠান দখল নয়, বরং জাল স্বাক্ষর দিয়ে নিজেকে ওই প্রতিষ্ঠানের এমডি হিসেবে দাবিও করছেন শাহে আলম মুরাদ। এমনই অভিযোগ তুলেছেন ডিজনী ডিজাইন এন্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মো. খায়রুল আলম। তার দাবি, অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকিও দেয়া হচ্ছে। আর ক্ষমতাসীন দলের নেতা শাহ মুরাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
তার অভিযোগ, অনেক শ্রম দিয়ে গড়া ডিজনী ডিজাইন এন্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। সন্ত্রাসী বাহিনী নিয়ে মুরাদ তার কার্যালয়ে হামলা করে অস্ত্রের মুখে সবাইকে বের করে দেয়। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে যেতে পারি না। প্রতিষ্ঠানের কার্যালয়ে আসলে তাদের মেরে ফেলা হবে বলেও বার বার হুমকি দেয়া হচ্ছে।
নিরাপত্তার অভাবে এবং প্রতিষ্ঠানের সুরক্ষার চেয়ে ঢাকা-৫ যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা (৫/২০১৬) দায়ের করেছেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৬ আগস্ট দুপুরে শাহে আলম মুরাদ কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে ডিজনী ডিজাইন কার্যালয়ে গিয়ে জোরপূর্বক নিজেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দাবি করে। স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরী করে বিগত পরিচালকের পদ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ করে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি লিখিত আবেদনও করেছেন এই ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে খায়রুল আলম বলেন, আওয়ামী নামধারী গুলিস্তানের দুর্র্ধষ সন্ত্রাসী, চাঁদাবাজ সন্ত্রাসীদের গডফাদার শাহে আলম মুরাদের অত্যাচারে অতিষ্ঠ এবং সর্বশান্ত হয়ে আপনার দ্বারস্থ হয়েছি। মুরাদের অস্ত্রের মুখে ডিজনি ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েক জনকে বাদও দিয়েছে। অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে নিজেই কোম্পানির এমডি চেয়ারম্যান বনে গেছেন।
জয়েন স্টক কোম্পানিজ এন্ড ফার্মস বরাবরও অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, আপনার অধীন ডিজনী ডিজাইন এন্ড ডেভেলাপার লিমিটেডের বেশ কিছু শেয়ার জালিয়াতির মাধ্যমে একটি চক্র তাদের নামে হস্তান্তর করেছে। শাহে আলম মুরাদ ডিজনী ডিজাইন এন্ড ডেভেলপার লিমিটেডের কোন শেয়ার হোল্ডার না এবং কোন পরিচালকও ছিলেন না। শাহে জাল জালিয়াতির এবং অস্ত্রের মুখে দখল করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাহে আলম মুরাদ বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতেই একটি চক্র উঠেপড়ে লেগেছে। সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি দেয়া হবে। যে কারণে গ্রুপটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব অভিযোগের কোন ভিত্তি নেই।”
আদালতে আদালতে মামলা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “একটা ভঙ্গুর প্রতিষ্ঠান ডিজনী ডিজাইন এন্ড ডেভেলাপার লিমিটেডকে দাঁড় করাতেই তিনি উদ্যোগ নিয়েছেন। এর বেশি কিছু নয়।